Recent Event
Recent Event (সাম্প্রতিক ঘটনা)
২১ রমজান ইফতার মাহফিল, মুড়ারবন্দ দরবার শরীফ
21 Romjan Mafil 2018 a |
গত ২১
রমজান, ০৭.০৬.২০১৮ইং রোজ বৃহ:পতি বার সৈয়দ মুরাদ আহাম্মদ চিশতীর পৃষ্টপোষকতায় ১২০
আউলিয়ার ঐতিহাসিক মুড়ারবন্দ দরবার শরীফের সৈয়দ মন্জিলে হজরত মাওলা আলী
মুশকিল কূশা আছাদ্দুল্লাহু গালিব (রা) এর শাহাদাত
দিবস উদ্দেশ্যে পবিত্র ওরশ মোবারক ও ইফতার মাহফিল পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে
দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্ত, মুরিদান, আশেকান, জাকেরানগন অংশগ্রহন করেন।
ইফতার মাহফিলের আলোচনাসভায় মুড়ারবন্দ দরবার শরীফের মোতাওয়াল্লী সৈয়দ সফিক আহমেদ
চিশতী মোতাওয়াল্লী ও সৈয়দ মুরাদ আহাম্মদ চিশতী, হীয়ালা সাহেব বাড়ীর সৈয়দজাদাগন এবং
সিলেট থেকে আগত গবেষক ও আলোচকগন হজরত মাওলা আলী (রা) এর শান,
মান ও আদশ সম্পকে বয়ান রাখেন। অবশেষে দেশ ও জাতি মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
21 Romjan Mafil 2018 b |
হজরত মাওলা আলী (রা) এর শাহাদাত
দিবস-২১ রমজান
২১ রমজান আজকের দিনেই ইসলামের চতুর্থ খলিফা হযরত মাওলা আলী মুর্তজা(রা) কে শহীদ করা হয়।হিযরতের রাতে যখন নবীজী(দ) আলী (রা)কে সকলের আমানত বুঝিয়ে দিয়ে তিন দিন পর মদীনা শরীফে হিযরতেরর কথা বলেন তখন মাওলা আলী বলেন ইয়া রাসূলুল্লাহ বাহিরে কাফেররা নাঙ্গা তরবারি নিয়ে দারিয়ে আছে,আমি মনে করেছিলাম আজ রাতই হয়তবা আমার জীবনের শেষ রাত।কিন্ত আপনার কথায় আমি আরও তিন দিন জীবিত থাকার নিশ্চয়তা পেয়ে গিয়েছি।এই কথা নবীজী শুনে খুশি হয়ে গেলেন এবং ইলমে গায়েবের দ্বারা বলে দিলেন হে আলী তোমার কথা শুনে আমি খুশি হয়ে গেলাম আর শুনে রাখ তুমি শুধু আগামী তিনদিন নয়,যতদিন তুমি বৃদ্ধ হবে না ততদিন তুমি মারা যাবে না এমনকি তোমাকে শহীদ করা হবে এবং যতক্ষণনা তোমার সাদা দাড়ি রক্তেরনজিত না হবে ততক্ষণ তুমি মরবে না। রাসূলুল্লাহ(দ) এর ভবিষ্যতবানী মতে ঠিক একইভাবে যখন তিনি বৃদ্ধ অবস্থায় একদিন ফযরের নামায আদায় করছিলেন তখন প্রথম রাকাতে সিজদারত অবস্থায় এক জাহান্নামী
মাওলা আলীকে শহীদ করে। পাক পানজেতনের অমূল রত্ন হচ্ছেন মাওলা আলী(রা) যার সম্পর্কে রাসূল (দ) বলেন,"আমি হচ্ছি জ্ঞানের শহর আর আলী হচ্ছে সেই শহরের দরজা" "আলী যার মাওলা খোদা তার মাওলা" আল্লাহ-পাক আমাদেরকে মাওলা আলী (রা) এর শান মান ও মর্যাদা বুঝার তৌফিক দান করুক এবং উনার আদর্শে চলার তৌফিক দান করুক-আমীন।
মাওলা আলীকে শহীদ করে। পাক পানজেতনের অমূল রত্ন হচ্ছেন মাওলা আলী(রা) যার সম্পর্কে রাসূল (দ) বলেন,"আমি হচ্ছি জ্ঞানের শহর আর আলী হচ্ছে সেই শহরের দরজা" "আলী যার মাওলা খোদা তার মাওলা" আল্লাহ-পাক আমাদেরকে মাওলা আলী (রা) এর শান মান ও মর্যাদা বুঝার তৌফিক দান করুক এবং উনার আদর্শে চলার তৌফিক দান করুক-আমীন।
No comments